শোবিজডেস্ক :তরুণ প্রজন্মের মডেল জান্নাত রোজ৷ নিজেকে দর্শকের মাঝে ভিন্নরূপে উপস্থাপন করছেন। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে হানিফ খানের কথা ও সুরে এম এইচ সবুজের কন্ঠে এস এম আল আমিন কবিরের পরিচালনায় ” কালনাগিনী ” নামের একটি মিউজিক ভিডিও সম্পন্ন করেছেন। মিউজিক ভিডিও প্রসঙ্গে বলেন; গল্পটি বেশ ভালো লাগছে। আশা করবো দর্শকদেরও ভালো লাগবে। মিউজিক ভিডিওটি শীঘ্রই যেকোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। উল্লেখ্য ; জান্নাত রোজ নিয়মিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করছেন।
ছবিঃ আতিক আনন্দ