সম্প্রতি চিত্রায়ণ হলো বর্তমান সময়ের শ্রোতা প্রিয় সঙ্গীত শিল্পী শাওন গানওয়ালা ও উপমার প্রথম গানের মিউজিক ভিডিও। জিয়া উদ্দিন আলমের কথা ও সুরে ‘যদি আসো তুমি’ শিরোনামের গানচিত্রে প্রথমবারের মত জুটি বাঁধলেন আসিফ আলম ও আনিকা ইসলাম। শনিবার রাজধানীর তিনশো ফিট, উত্তরা সহ বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন গীতিকার জিয়া উদ্দিন আলম নিজেই।
গানটি নিয়ে জিয়া উদ্দিন আলম বলেন, ‘সম্প্রতি আমরা ‘যদি আসো তুমি’ শিরোনামের গানটির শুটিং শেষ করলাম। শাওন গানওয়ালা ও উপমার প্রথম গানের মিউজিক ভিডিওতে দুইজন নতুন মুখ নিয়ে কাজ করেছি। নতুন হলেও দুজনই ভালো করেছে। আশা করি তারা দুইজন আগামীতে এই কাজের মাধ্যমে মিডিয়াতে একটা ভালো অবস্থানে চলে যাবে।’
তিনি আরো বলেন, ‘প্রায় পাচ বছর পরে মিউজিক ভিডিওর শুটিং করেছি। এই কাজটি করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন সানি খান।’
জানা গেছে, জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ডিজিটাল অ্যাপে গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে।
শাওন-উপমার গানে মডেল হলেন আসিফ-আনিকা
সম্পর্কিত পোস্ট