শুরু হতে যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’

আগামী ৪ই অক্টোবার থেকে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। সপ্তাহে ৫ দিন; প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০মিনিটে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরুপ দিয়েছন মাহসুদুল হাসান শাওন। পর্ব পরিচালক রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনায় মুরাদ পারভেজ।

নাটকের গল্পে দেখা যাবে, একটি কোম্পানীতে অনেক ক্যান্ডিডেটকে পার করে চাকরিটা পেয়ে যায় এহসান। সুযোগ পেয়ে যায় ঐ কোম্পানীর চেয়ারম্যানের সঙ্গে দেখা করার। মায়ের অনেক পুরানো ইচ্ছা এটা। চেয়ারম্যান আরমান চৌধুরীকে অনুরোধ করার পর সুযোগ মিললো এহসানের মায়ের দেখা করার। অনেক অপেক্ষা করার পর ডাক পড়লো চেয়ারম্যানের রুমে এহসানের মায়ের। দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলো আল্পনা। বসতে বললো চেয়ারম্যান আরমান চৌধুরী। অনেক দিন পর এই কন্ঠ শুনলো আল্পনা। প্রায় পঁচিশ বছর। সামনের চেয়ারে বসে তাকিয়ে রইলো আল্পনা। ল্যাপটপে মনোযোগী আরমান চৌধুরী। ব্যস্ততা তাকে সামনের মানুষটার দিকে তাকানোর অবসর দেয় না।

নাটকে অভিনয় করেছেন, নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, এস. এম. মহসিন, কোহিনুর আলম, তাজিন আহমেদ, পাভেল ইসলাম, ম আ সালাম, রবিউল মাহমুদ ইয়াং, লাবণ্য লিজা, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, লাবণ্য, জেরিন তাসমিন অন্তরা, তন্দ্রা শ্রাবণ, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, আর এ রাহুল, তানভির মাসুদ, রিয়াজ রাজ, মুসা রুবেল, তাজমেরিন ইভানা, মানতাহা ওয়ারদা, মার্জান সুমি, দীপক কর্মকার, মাহমুদ আলম, সানিয়া চৌধুরী লাজুক, প্রাণেশ চৌধুরী, মাহসুদুল হাসান শাওন, মারুফ রহমান, মারিয়া মাইসা, আফরিন রাইসা, জাকারিয়া রাহি, আরিয়া অরিত্রা, শাহাদাত হোসেন সাগর, সুব্রত সাহা, রাজিব মজুমদার, জান্নাতুল তূর্ণা, নাহার লাবণী, এম আই জুয়েল, বিপুল দাস, সাগর শেখ, শেখ জ্যোতি, বিজয়, রাসেল, রুদ্র বিপ্লব, কামরুল সরকার।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট