প্রধানমন্ত্রী’র জন্মদিনে হোমায়েরা বশির- রাজা বশির ও আনিস মোহাম্মদের উপহার “মানবতার জননী”

রিফাত রাহুল খাঁন:প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি আনিস মোহাম্মদের কথা; রাজা বশিরের সুর কম্পোজিশন ও ভিডিও নির্দেশনায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী হোমায়েরা বশিরে’র
কন্ঠে “মানবতার জননী” গানটি আজ সকাল ১১টায় সারগাম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে৷ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি’র উপস্থিতিতে গানটি উন্মুক্ত করা হবে। এ প্রসঙ্গে হোমায়েরা বশির জানান; গানটিতে কাজ করে বেশ উচ্ছ্বসিত । আশা করব; গানটি প্রকাশিত হওয়ার পর দর্শকদের কাছেও ভালো লাগবে।গানটি করতে পেরে গর্ববোধ করছি। গানটি ব্যতিক্রমী। এ আগে এমন গান করা হয়নি। তাই ভীষণ আশাবাদী।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ও ভিডিও নির্মাতা রাজা বশির জানান; গানটি বেশ যত্নসহকারে নির্মাণ করেছি। গানটি আমার বাবা -মা’কে উৎসর্গ করছি। আপু (হোমায়েরা বশির) ও কবি আনিস ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। গানটি প্রযোজনা ও পরিবেশিত হয়েছে “পিস এন্ড হারমনি ট্রাষ্ট “

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট