রিফাত রাহুল খাঁনঃবর্তমান প্রজন্মের ব্যস্ততম অভিনেতা মুকিত জাকারিয়া । অপরদিকে তরুণ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী অভিনেত্রী আয়শা নাফিসা৷ প্রথমবারের মত দুজন একসঙ্গে কাজ করছেন। গতকাল রাজধানীর অদূরে পূবাইলের বিলবিলাতে সঞ্জয় নাথের রচনায় সজীব মাহমুদের পরিচালনায় গ্রীণ ওয়েভ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায়” দুবাই বাবু” নাটকের শুটিং সম্পন্ন করছেন। নাটকের গল্পে দেখা যাবে ; মুকিত জাকারিয়া ছোটবেলা দুবাই চলে যায়। এবার দেশে এ বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে দেশে আসে.. বিয়ের ঘটক ছেলে পক্ষ
ও মেয়ে পক্ষ দুপক্ষ থেকেই টাকা নেয়। কিন্তু বিয়ের কোন খবর থাকে না। নাফিসার রূপে পাগল হয়ে তাকেই বিয়ের সিদ্ধান্ত নেয় । গ্রামের মেম্বারের মেয়ে থাকে রাতকানা । পরবর্তীকালে গল্প অন্যদিকে রূপ নেয়। এ নাটকটি খুব শীঘ্রই দেশের যেকোন জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে৷ নাটকটিতে কাজ করা প্রসঙ্গে নাফিসা বলেন; নাটকটির গল্প অসাধারণ। নাটকটিতে কাজ করে বেশ ভাল লেগেছে। আশা করব; দর্শকদেরও ভালো লাগবে। প্রথমবারের মত; মুকিত জাকারিয়া’র সাথে কাজ করা প্রসঙ্গে নাফিসা বলেন ; বেশ
বন্ধুভাবাপণ্ণ৷ কাজের ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করেছেন৷ তার সাথে কাজ করতে পেরে বেশ আনন্দিত ।
মুকিত জাকারিয়া’র রাতকানা বউ আয়শা নাফিসা
সম্পর্কিত পোস্ট