রিফাত রাহুল খাঁন:লাক্স তারকা সুন্দরী সারাকা মজুমদার। নিজের গ্লামারর্স দিয়ে শোবিজ অঙ্গনে এগিয়ে চলেছেন আপন মহিমায় । সম্প্রতি পূবাইলের বিল বিলাসএ সবুজ অরণ্য’র কথা এবং শেখ মোহাম্মদ রাজনের সুর ও সংগীত আয়োজনে মাহতিম সাকিবের কন্ঠে ” জানি আমি জানি ” নামের একটা মিউজিক ভিডিও সম্পন্ন করেছেন৷
এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন নির্মাতা মোহন ইসলাম৷ এতে সারাকার বিপরীতে মডেল হিসেবে কাজ করছেন মডেল তালহা খান। এ প্রসঙ্গে সারাকা মজুমদার বলেন ; বেশ চমৎকার একটি কাজ করেছি। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে। গানটি শীঘ্রই দেশের যেকোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। উল্লেখ্য; সারাকা মজুমদার দেশের জনপ্রিয় ফ্যাশন হাউসগুলোর মডেল হিসেবে কাজ করছেন। আগামীতে আরও ভাল ভাল কাজ উপহার দিবেন বলে জানান।