শোবিজ ডেস্ক :বড়পর্দায় ছবি দিয়েই অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল শাহনূরের। এখনও সে মাধ্যমে কাজ করছেন। অবসরে নাটকেও সময় দেন তিনি৷ তালিকায় খন্ড ও ধারাবাহিক দু ধরনের নাটকই রয়েছে৷ গত কয়েক বছর ছবির পাশাপাশি খন্ড নাটকে অভিনয় করেছেন৷ সম্প্রতি একটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর এ ধরনের নাটকের সঙ্গে ফের যুক্ত হলেন এ অভিনেত্রী। নাটকের নাম “চিটার”৷ নাটকটি রচনা করেছেন আপন হাসান এবং পরিচালনা করেছেন তন্ময় পারভেজ৷ এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে ধারাবাহিকটির প্রথম লটের শুটিং এ অংশ নিয়েছেন শাহনূর৷ এ প্রসঙ্গে তিনি জানান ; শেষ কবে ধারাবাহিক নাটকে অংশ নিয়েছি তা স্পষ্ট মনে নেই৷ তবে ইচ্ছে তো করেই এ ধরনের নাটকে অভিনয় করতে। কিন্তু গল্প এবং চরিত্র যদি আমার সঙ্গে মানানসই না হয় তাহলে কাজ করা সম্ভব হয় না। চিটার নাটকটির গল্প সম সাময়িক এবং চরিত্রটিও আমার কাছে ভালো লেগেছে। আশা করছি; নাটকটি প্রচারে এলে দর্শকের ভাল লাগবে।
ছবি: সংগৃহীত