রিফাত রাহুল খাঁন:তরুণ প্রজন্মের নবাগত মডেল তমা মনি ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনের প্রতি প্রবল আকর্ষণ কাজ করতো। দেশের বাড়ী বরিশাল;পটুয়াখালী হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ এ পড়াশুনা করে পরবর্তীতে উওরার বাসিন্দা হয়েছেন। সাংবাদিক বাবার মেয়ে তমা উওরার শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশুনারত অবস্থায় আছেন। ২০১৭ সাল থেকে মডেলিং জগতে প্রবেশ করেছেন; নিজের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন আপন মহিমায়। দেশের বিভিন্ন নামী-দামী ফ্যাশন হাউজ (মানসা; আনজারা; নগরদোলা; ম্যাক্স ব্যাগ) এর মডেল হিসেবে কাজ করেছেন। ইয়ামাহা ব্রান্ড এরও মডেল হয়েছেন। তবে মডেলিং এর চেয়ে অভিনয়ের দিকে তিনি গুরুত্ব দিতে চান; হতে চান বড়মাপের অভিনেত্রী।প্রিয় রঙ তার লাল। লাল রঙকে তিনি হিংসা ও ভালোবাসার প্রতীকরূপে আখ্যায়িত করেছেন। আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে বলেন- আজকের দিনটি নিজের মত করেই কাটাবো। সকলের দোয়া চাই।