এবার ডেলিভারি বয়ের ভূমিকায় “গোপাল কর্মকার”।

নাজমুল হুদা তৌকির: বিভাগীয় শহর খুলনার খুব পরিচিত মুখ গোপাল কর্মকার। ফুড ব্লগিং নিয়ে তিনি ইতিমধ্যেই ব্যস্ত সময় পার করছেন। নিজেকে তিনি এবার ডেলিভারি বয় হিসেবে আত্মপ্রকাশ করলেন। করোনা পরিস্থিতির ভিতরে অনলাইনে অর্ডার কৃত খাবার তিনি মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসাবে আজ প্রকাশিত হলো একজন সৎ,আদর্শ ও কঠোর পরিশ্রমী ফুড ডেলিভারি মানুষের কথা। 

রোদ,বৃষ্টি, ঝড় উপেক্ষা করে গোপালএই পেশা পরিচালনা করে থাকেন। ভিডিওটিতে দেখা যায় তার কষ্টার্জিত টাকা দিয়ে কেনা স্কুটি টি খাবার ডেলিভারি দিতে যেয়ে চুরি হয়ে গিয়েছে। শুধুমাত্র গ্রাহকের মন খুশি করার জন্য তিনি গ্রাহকের ঘরের দরজায় খাবারটি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু গ্রাহকের কাছ থেকে তিনি ন্যূনতম সৌজন্যবোধ টুকুও পেলেন না। খাবার ডেলিভারি দিয়ে উপর থেকে নিচে নেমে এসে দেখেন তার বাইককে চুরি হয়ে গিয়েছে। জীবনের শেষ সম্বল টুকু হারিয়ে তিনি নিঃস্ব হয়ে যান এবং তার আয়-উপার্জন ও বন্ধ হয়ে যায়।

সর্বশেষ শর্টফিল্মটি পর্যালোচনা করলে দেখা যায় কিভাবে একজন ডেলিভারি বয় এর সাথে ব্যবহার করা হয়ে থাকে তার বাস্তব উদাহরণ। আমাদের সমাজে এমনটা প্রতিনিয়ত হয়ে থাকে।
তাই সকলের উচিত যেই মানুষ যেই পেশায় থাকুক না কেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা।

ভিডিওটির ইউটিউব লিংক নিচে দেওয়া হল।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট