নিজেকে মিডিয়াতে প্রতিষ্ঠিত করতে চান মডেল মাহিন

রিফাত রাহুল খাঁনঃমিডিয়ার প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল তরুণ প্রজন্মের মডেল মাহিনের।তিনিজানান;মিডিয়াতে খুব কম কাজ করা হয়েছে কিন্তু যাএার শুরুটা বেশ ভালো ছিল কাজের শুরু বলতে বেশিরভাগ আটর্টিস্টদের ব্যাকগ্রাউন্ড ঘাটালে মডেলিং পাওয়া যায় এবং প্রফেশনাল পোর্টফলিওর কাজ থাকে এজন্য মি. এন্ড মিস. ফটোজেনিক নামক একটা শো এর মাধ্যমে কাজ শুরু করা। মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সবার সহযোগী পুরোপুরি ছিল কিন্তু মায়ের অবদান বেশি ছিল।

আরও বলেন -আসলে মিডিয়াতে তো মাএ শুরু কিন্ত কোন কাজে প্রতিবন্ধকতা আমার এখনো সৃষ্টি হয়নি। মিডিয়াতে যারা নতুন মডেলিং শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে, যেকোন কিছু শুরু করার আগে সেটার ব্যাপারে জানা আর অবশ্যই শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে তারপর এটার মধ্যে আসতে হবে তাহলে সবার জন্য ভালো হয় আর কি। তিনি যোগ করে আরও বলেন -IELTS করে বাহিরে যাওয়ার পরিকল্পনা আছে .. তাই আপাততো কোনো ভারসিটি না ভর্তি হয়ে পুরোপুরি এখানে ফোকাস দিয়েছি.।

তার প্রিয় রং – নীল।প্রিয় অভিনেতা – আরেফিনশুভ(বাংলাদেশের);প্রিয় অভিনেত্রী – তিশা।মাহিন
মডেলিং কে পেশা হিসেবে গ্রহণ না করলে আর্মি হতেন।

মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা – আগে বলতে চাই আমাকে নিয়ে বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি আর আমার ভবিষ্যৎ ভালো হওয়ার পর মিডিয়া কে নিয়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা করব এছাড়া মিডিয়া তে ভালো একটা অবস্থান নিয়ে প্রথমে আমার পরিকল্পনা এগিয়ে যেতে চাই৷

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট