বর্তমান সময়ে তরুণদের মধ্যে জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন । তিনি সব ধরণের অভিনয় করতে পছন্দ করেন। সে একের পর এক নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও সব জায়গায় তার দক্ষতা প্রমান করেছেন।
সেই ধারাবাহিকতায় আজ তিনি চুক্তিবদ্ধ হলেন নতুন একটি ছবিতে। ছবিটির নাম ‘নবাব এলএলবি’। ছবিটি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান এবং তার বিপরীত অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া৷
আনোয়ার হোসেন বলেন, সুন্দর একটি গল্পের সিনেমা করতে যাচ্ছি। সিনেমায় আমার ক্যারেক্টারের নাম লোডশেডিং। তবে অনন্য মামুন ভাইয়াকে ধন্যবাদ আমাকে নিয়ে নবাব এলএল.বি চলচ্চিত্রের এত সুন্দর ক্যারেক্টার ভাবার জন্য।
এর আগে আনোয়র মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকেল, জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় রায়হান রাফি পরিচালিত পোড়ামন-২, একই পরিচালকের “দহন”। সৈকত নাসিরের ক্যাসিনো এবং ড. ইলার “ঝড় ” চলচ্চিত্রে সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।