মুক্তির ১০ দিনেই ১০ লাখ ভিউজ অভিনেত্রী “সানিতা সামান্থা”এর ‘চড়ুই পাখির বাসা’।

নাজমুল হুদা তৌকির: বর্তমান সময়ে ছোটপর্দায় ব্যস্ত সময় পার করছেন সানিতা সামান্থা। এ মাসের ১২ তারিখে প্রকাশিত হয়েছে নাটক চড়ুই পাখির বাসা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন করেছেন নির্মাতা ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, পারসা ইভানা, মুকিত জাকারিয়া ও সানিতা সামান্থা।

নাটকটির গল্পতে দেখা গিয়েছে অতি লোভের কারণে একসময় সব হারাতে হয়। সানিতা সামান্তা ও মুকিত জাকারিয়া উচ্চ বিলাসী জীবন যাপন একসময় পারসা ইভানা কে প্রভাবিত করে। তারই পরিপ্রেক্ষিতে বিয়ের পরে পারসা ইভানা সাংসারিক জীবনে উচ্চবিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার জন্য জোভান কে চাপ প্রয়োগ করে। স্ত্রীর কথা ও মন রক্ষার জন্য জীবনের শেষ সম্বল টুকু সে মুকিত জাকারিয়া কে ব্যবসায় লাভের জন্য পুঁজি বিনিয়োগ করে। পরবর্তীতে এক সময় পুলিশ এসে প্রতারণার জন্য মুকিত জাকারিয়া কে ধরে নিয়ে যায়।
নাটকটি ইউটিউবে ইতিমধ্যেই খুব দর্শকপ্রিয়তা পেয়েছে। গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে। মাত্র ১০ দিনেই নাটকটি ১০ লাখ ভিউজ অতিক্রম করেছে।

এ প্রসঙ্গে অভিনেত্রী সানিতা সামান্থা বলেন, নাটকটি একটি ভিন্নধর্মী ছিল। বাস্তব জীবনে আমাদের অনেকেরই এমন ঘটে থাকে।
আগামীতে দর্শকদের জন্য আরও ভাল কিছু উপহার দিতে চান অভিনেত্রী সানিতা সামান্থা।

নাটকটির ইউটিউব লিংক নিচে দেওয়া হল।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট