রিফাত রাহুল খাঁন:ছোটবেলা থেকে তেমন ইচ্ছে না থাকলেও শোবিজের প্রতি ভালো লাগাi কাজ করতো আনিকার। ইন্টারন্যাশনাল ব্রাইডাল ওয়ার্কশপ এর মাধ্যমে মডেলিং জগতে প্রবেশ তার। নিজেকে কাজের মাধ্যমে ভালো একটা অবস্থানে দেখতে চান তিনি। ইডেন মহিলা কলেজে পড়াশুনা সম্পন্ন করছেন। পরিবারে মিডিয়াতে কাজের ব্যাপারে বিশেষভাবে স্বামী আর
বাবা -মাও সহযোগীতা করছেন। নতুনদের কাজ করা প্রসঙ্গে জানান; তাদেরকে অবশ্যই কাজের প্রতি দায়িত্বশীল হওয়া
উচিত। তাহলে ভালোভাবে কাজ করতে সুবিধা হবে। প্রিয় রঙ সাদা; লাল; নীল। প্রিয় অভিনেতার তালিকায় রয়েছেন অপূর্ব ও আরফান নিশো। অভিনেত্রী-তানজিন তিশা ও মেহজাবীন চৌধুরী। ফাস্টফুডi জাতীয় খাবার; চকলেট ; আইসক্রীম । ভবিষ্যৎ এর পরিকল্পনা নিয়া বলেন; ভালো মানসম্মত কাজ করতে চান।নায়িকা হতে চান না; ইচ্ছে রয়েছে নাটকে কাজ করার ইচ্ছে রয়েছে তার।
মডেলিং জগতে আনিকা মিলনের এগিয়ে চলা।
সম্পর্কিত পোস্ট