শোবিজ ডেস্ক:আশীষ দেবরয় বর্তমানে নিউইয়র্ক প্রবাসী, করোনা স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ এসে কিছুদিন থেকে তার নিজের লেখা গানের সুর ও
নিজেই গাইবেন তেমন ইচ্ছে প্রকাশ করছেন এই শিল্পী !
গানের সাথে জড়িত ছোট বেলা
থেকে শত ব্যস্ততার কারণে ঘরের বাইরে গান করা হয়ে উঠেনি। এবার গান নিয়ে হাজির হতে চান শ্রোতা দর্শকের মাঝে। আধুনিক গান তার পছন্দের
এবং গাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি জানান; বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্ন কিছু উপহার দিবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরবেন।
কাজ করতে চান গুনী সুরকার ও কম্পোজারের সাথে ।
ভালো কিছুর প্রত্যাশায় আশীষ দেবরয়
সম্পর্কিত পোস্ট