নাজমুল হুদা তৌকির: ২০১৪ সালে ছোট পর্দায় নাটকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন শীলা। এরপর ২০১৬ সাল থেকে নিয়মিত র্যাম্প মডেলিংয়ে পারফর্ম করে যাচ্ছেন। সে সময় র্যাম্পের কোরিওগ্রাফার মিরাজুল হক এর মাধ্যমে তিনি অসংখ্য র্যাম্প প্লাটফর্মে নিজেকে দাঁড় করিয়েছেন। সম্প্রতি কোরবানি ঈদে প্রচারিত ‘প্রেমের জন্য পৃথিবী’ নাটকে তিনি অভিনয় করেছেন।
এছাড়াও তাঁর ৭ পর্বের সিরিয়াল ‘কিপটা দুলাভাই’ তে অভিনয় করেছেন। তার আরো একটি একক নাটক ‘বিষ পান করবো না’ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
এগুলোর পাশাপাশি সামনে মিজানুর রহমান এর তিনটি শর্ট ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন । ফিল্ম গুলো হলো প্রেম ও ডেট লাভ, ‘ওপেন ডোর’ ইত্যাদি।
মডেলিংয়ের পাশাপাশি দেশের স্বনামধন্য শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে তিনি ফ্যাশন এর উপরে পড়াশোনা করছেন।
জন্মদিনে তিনি পরিবারের সদস্যদের সাথেই সময় কাটাতে চান এবং জন্মদিনে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা যারা থাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।