‘সিলভীয়া এন্টারপ্রাইজ’ এর কর্ণধার নাশিতা রহমান সিলভীয়া দীর্ঘদিন যাবৎ নিজের ব্যবসায়িক অনলাইন প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত কারণে দূরে ছিলেন। অবশেষে আড়াল ভেঙ্গে প্রকাশ্যে আসলেন সিলভীয়া। এবার পুরোদমে কাজ করার আশ্বাস প্রকাশ করেছেন।
ছবি : সংগৃহীত
তিনি জানান; গত ২০১৯ সালের জুনে আমার অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান “সিলভীয়া এন্টারপ্রাইজ ” এর সূচনা করেছিলাম। ব্যক্তিগত কারণে দূরে ছিলাম; অবশেষে নতুনরূপে কাজ করতে যাচ্ছি। এখানে নিজের ডিজাইন করা ডিজাইনিং শাড়ী; ব্রাইডাল লেহেঙ্গা; ব্রাইডাল ড্রেস; ব্রাইডাল গাউন; জুয়েলারি ; ঘড়ি; এক্সপোর্ট ও ইমপোর্ট মালামাল; ছেলেদের পাঞ্জবী; টি-শার্ট; প্যান্ট; বাচ্চাদের আইটেম ও ফুড আইটেমও পাওয়া যাবে। তিনি আরো জানান; ভালো ও মানসম্মত জিনিসের এক অনন্য নাম হবে ” সিলভীয়া এন্টারপ্রাইজ। ” বহদূর এগিয়ে যেতে চান। সকলের দোয়াপ্রার্থী