নিরব-ইমনের সঙ্গে আজ আড্ডা দেবেন শাকিব খান

আজ ঈদের দিন। উৎসব আনন্দে মেতে উঠেছে সবাই। ঈদে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। আর গেল কয়েক বছর ধরে ঈদের সিনেমায় রাজত্ব করে আসছেন শাকিব খান।

এবার করোনার কারণে সিনেমা নেই। তাই ভক্তরা মিস করছেন শাকিব খানকে। তবে শাকিব খান আসছেন ঈদ উপহার নিয়ে।

চিত্রনায়ক নিরব ও ইমনের সঙ্গে আজ ঈদের দিন রাত ৮টায় লাইভে আসবেন শাকিব। লাইভ রেডিওর এই আড্ডায় দুই অনুজ নায়কের সঙ্গে আড্ডা দেবেন কিং খান। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাবেন। বলবেন নিজের ঈদ উদযাপনের কথাও। শোনাবেন জানা অজানা অনেক গল্প।

শাকিব খান বলেন, ‘নিরব ও ইমন আমার খুব পছন্দের দুই ছোট ভাই। তাদের সঙ্গে আড্ডাটা বেশ জমজমাট হবে বলেই আশা করছি।’

নিরব বলেন, ‘ঈদ উপলক্ষে স্পেশাল আয়োজন এটি। আমি আর ইমন উপস্থাপনা করবো। আমাদের অনেক প্রিয়মুখ এখানে উপস্থিত থাকবেন প্রতিদিন। আজ ঈদের দিন আমাদের সঙ্গী হবেন ইন্ডাস্ট্রির ওয়ান এন্ড অনলি শাকিব খান। প্রথমবারের মতো কোনো লাইভ অনুষ্ঠানে আসছেন তিনি। আশা করছি দারুণ সময় কাটবে।’

চিত্রনায়ক ইমন এ প্রসঙ্গে বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা সবসময়ই উপভোগ্য। আজ খুব জমিয়ে আড্ডা হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

এদিকে এটিএন বাংলায় প্রচার হচ্ছে নিরব-ইমনের উপস্থাপনায় সেলিব্রিটি শো। সেখানে অনন্ত-বর্ষা, সাইমন-নিপুণ, শিরিন শিলা-নিঝুম রুবিনাসহ অনেকেই।

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট