নাজমুল হুদা তৌকির: ২০১৭ সালে চ্যানেল আই সেরা কন্ঠের মাধ্যমে কণ্ঠশিল্পী শ্রাবণী সঙ্গীতাঙ্গনে আসেন। খুব অল্প সময়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছেন। সময়ের সাথে তাল মিলিয়ে ভক্ত ও শ্রোতাদের জন্য তিনি একের পর এক নতুন গান নিয়ে হাজির হয়েছেন।
তারই ধারাবাহিকতায় এবার ঈদে আসছে তার নতুন গান চলো আবারো। এই গানটিতে শ্রাবনীর বিপরীতে কন্ঠ দিয়েছেন শাহাজালাল শান্ত। এই গানটির কথা ও সুর করেছেন সাগর হোসাইন। আর গানটির সঙ্গীত করেছেন কন্ঠশিল্পী শাহজালাল শান্ত নিজেই।
গানটি ঈদের দিন রাতে এসএইচ প্লাস বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।