নাজমুল হুদা তৌকির : ভারতের সম্প্রীতি পুরুস্কার-২০১৯ গত ১৩ মার্চ কলকাতার স্কাউট সদনে অনুষ্টিত হয়। এই পুরুস্কারের বাংলাদেশ অংশের যৌথভাবে সমন্বয়ের দায়িত্বে ছিল এস আর মিডিয়া অ্যন্ড ইভেন্ট ও সাংবাদিক-নাট্যকার লিপু খন্দকার। কিন্তু করানোর জন্য লক ডাউন শুরু হওয়াতে আরশি সহ অনেকেই সেখানে যেতে পারেননি। কলকাতার আয়োজকরা তাই পুরস্কারের সম্মাননা স্মারকটি পাঠিয়ে দিয়েছেন।
গত ১৬ জুলাই ঢাকার একটি রেস্টুরেন্টে সম্মাননা স্মারকটি আরশির হাতে তুলে দিয়েছেন এস আর মিডিয়া অ্যান্ড ইভেন্টের কর্নধার প্রযোজক ও সাবেক সিনিয়র জেল সুপার বীর মুক্তিযুদ্ধা মো. ফরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন- তিস্তা সোলার লিমিটেডের এমডি রফিকুল ইসলাম, বাচসাসের সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ ও সম্প্রীতি পুরুস্কারের সমন্বয়কারী সাংবাদিক লিপু খন্দকার।
উল্লেখ্য যে অভিনেত্রী আরশি সম্প্রতি ‘সবুজ ছায়া’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং রোহিঙ্গা ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি মুক্তি পাবে।