দীর্ঘদিনপর শুটিংয়ে ফিরেছেন মিম চৌধুরী

শোবিজ ডেস্ক:এ সময়ের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম মিম চৌধুরী।এক সময় সিনেমা,নাটক,বিজ্ঞাপন,মডেলিং, উপস্থাপনা করতেন নিয়মিত। তবে মাঝে একটা দীর্ঘ বিরতিতে ছিলেন মিম।বলা যায়, গত বছর থেকে নিয়মিত অভিনয় শুরু করেছেন তরুণ এই অভিনেত্রী।তবে মহামারি করোনার কারণে গত তিন মাসেরও বেশি সময় ঘরবন্দী মিম।করোনাভাইরাস সংক্রমণের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং। কিছুদিন হলেও ফের ব্যস্ত হয়ে উঠেছে অভিনয়শিল্পীরা। আবার ছবি এবং ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। নতুন গাইডলাইন মেনে শুটিং করছেন অভিনয়শিল্পীরা।অভিনেত্রী মিম চৌধুরীও দীর্ঘদিন পরে ফের শুটিংয়ে যোগ দিলেন। কিন্তু এখন শুটিং করার সময় মাথায় রাখতে হচ্ছে নানা রকম সর্তকতা। বিশেষ করে মেকআপের সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে হচ্ছে। ইতিমধ্যে শেষ করেছেন ঈদের বেশ-কয়েকটি নাটকের কাজ মিম।সোমবার (১৩ জুলাই) থেকে মিম অংশ নিয়েছেন ঈদের একটি নতুন সাত পর্বের ধারাবাহিক নাটকে।নাটকটি শিরোনাম ‘আয়নামতির সংসার’।এটি রচনা জাকির হোসেন উজ্জ্বল এবং পরিচালনা এস এম শাহীন।মাঝে বিরতি নিলেও গত বছর থেকেই নিয়মিত অভিনয় করছেন মিম। এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে তার। ঘরবন্দি সময়ে অনলাইনে বিভিন্ন সচেতনতা মূলক কাজ এবং ঘরের কাজ করেই সময় কেটেছে বলেও জানান মিম।মিম চৌধুরী বলেন,আগেও আমি মাঝে মধ্যে পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিতাম। কাজ বেশ কম করতাম। কিন্তু করোনাভাইরাসের জন্য এভাবে এতো দীর্ঘ বিরতি চলে আসবে সেটা কল্পনায়ও ছিল না। তবে গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতি এতো খারাপের দিকে যাচ্ছিলো যে কাজে ফেরার সাহস পাইনি।এভাবে আর কত দিন চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত  ঈদের বেশ কয়েকটি নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট