নাজমুল হুদা তৌকির: সংগীতশিল্পী অংকন ইয়াসমিন ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছেন। ছয় মাসেই বাংলা লোকগান চেংড়া বন্ধুয়া এক কোটি মানুষ দর্শন করেছে। ছোটবেলা থেকেই ফোক গানে অত্যন্ত পারদর্শী অংকন ইয়াসমিন।
চেংড়া বন্ধুয়া গানটি মূলত দেশের লোক গান। এর কথা-সুর সংগৃহীত। নতুন করে এর সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ। এই গানে গিটার বাজিয়েছেন সুমন, বেজ গিটারে ছিলেন নেওয়াজ, ড্রামসে আদনান রুশদি, পারকাশনে রনি, বাঁশিতে সোহাগ এবং দোতারায় ছিলেন আনন্দ।
আরটিভির আয়োজনে ঈগলু ফোক স্টেশনে ‘চেংড়া বন্ধুয়া’ পরিবেশন করেছেন অংকন। গানটি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গেল বছরের ৩০ ডিসেম্বর।
কোটির মাইলফলক স্পর্শ করে উচ্ছ্বসিত অংকন। তিনি বলেন, এই আয়োজনের বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে আমার গানটিও এমন সাড়া পাবে, তা ভাবতেও পারিন। আমি সত্যিই দারুণ খুশি। আয়োজক এবং শ্রোতাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আশা রাখি গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।