নাজমুল হুদা তৌকির: র্যাম্প মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় মডেল রেবেকা রাবু। র্যাম্প প্লাটফর্মে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছেন এই মডেল। ইতিমধ্যেই দেশের সেরা র্যাম্প শো-ট্রিসমি বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০, ঢাকা চিক ফ্যাশন ফেয়ার, হেরিটেজ হান্ডলুম ফেস্টিভাল সহ অসংখ্য প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তাছাড়া দেশীয় অনেক ফ্যাশন হাউজের ব্রান্ড মডেল হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
জনপ্রিয় এই মডেলের জানা-অজানা বিভিন্ন কথা জানা যাবে এই সেলিব্রেটি লাইভ আড্ডায়।
অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে রানওয়ে ম্যানিয়াক এর অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার রাত ৯ ঘটিকায়।