শোবিজ ডেস্ক:সম্প্রতি ৩০০ ফিটে শুটিং সম্পন্ন হয়েছে আইটেম গান (মিউজিক ভিডিও ) `জিরো ফিগার’। শিল্পী হিসাবে ছিলেন মুন। এটি পরিচালনা করেন মাইনুল হাসান খোকন। কোরিওগ্রাফি করেন মাইকেল বাবু। অভিনয় করেন চিত্রনায়িকা চমক তারা ও দ্রুব লিটু।এ ব্যাপারে কথা হয় মাইনুল হাসান খোকনের সাথে তিনি জানান ,এই কাজটি আমি খুব ভালো ভাবে করেছি। আশা করি কাজটি ভালো হয়েছে। আর আইটেম গানটি কেমন হয়েছে সেটা বিচারের দায়িত্ব দর্শকদের। তারা যদি ভালো বলেন তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।
চিত্রনায়িকা চমক তারা বলেন ,আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই আইটেম গানের পরিচালক পরিচালক মাইনুল হাসান খোকন ভাইয়াকে। তার কারণে আমি এমন একটি আইটেম গানে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি আমার যারা ভক্ত আছে তাদের কাছে আইটেম গানটি খুব ভালো লাগবে।ঈদ উপলক্ষে সংগীতাতে আইটেম গানটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায় ।