রেকর্ড করলো ক্রাউন এন্টারটেইনমেন্ট

 

বিনোদন প্রতিবেদক : অনেকেই বলেন বর্তমান সময়ের মিডিয়ার সব চাইতে আলোচিত নাম ক্রাউন এন্টারটেইনমেন্ট উদাহরণ হতে এসেছে। শুক্রবার ছুটির দিনেও করোনা আতঙ্ককে উপেক্ষা করে ক্রাউন অফিসেই দেশের শীর্ষ নিউজ চ্যানেলগুলোর সামনে এলেন আজাদ কালাম, ফরিদুল হাসান, আবু হায়াত মাহমুদ, দেবাশীষ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মানিক, গোলাম ফরিদা ছন্দা, শামীম জামান, বন্ধন বিশ্বাস, সুমন ধরসহ এক ঝাঁক তারকা নির্মাতা। এদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দিলেন গোলাম সোহরাব দোদুল এবং আদি বাসি মিজান। ক্রাউন এন্টারটেইনমেন্ট জানান দিলো তারা শুধু দেশের নাট্য জগতেই বিচরণ সীমাবদ্ধ রাখবে না। তারা চলচ্চিত্র প্রযোজনাতেও আসছে। দেশের বিনোদন জগতে অপার সম্ভাবনার এক জোয়ার সৃষ্টির অদম্য বাসনা নিয়েই রাত দিন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনই দেশের কোনো না কোনো শ্যুটিং স্পটে ক্রাউন প্রযোজিত ঈদ আয়োজনের শুটিং চলছে।

চলচ্চিত্রে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর অংশগ্রহণ প্রসঙ্গে ক্রাউনের ডেপুটি সিইও তাজুল ইসলাম বলেন ‘আমাদের প্রথম প্রযোজনা ছিলো বিশেষ দৈর্ঘ্যের চলচ্চিত্র জনক ও সন্তান। পরবর্তীতে আমরা আরেকটি চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করেছি। এগুলো শিগগিরি মুক্তি পাবে। আমরা চাইছি, চলতি বছরের শেষ প্রান্ত থেকে প্রতি মাসেই আন্তর্জতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করে চলচ্চিত্র নির্মাণের। এরই মাঝে খ্যাতিমান নির্মাতা দেবাশীষ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মানিকসহ অনেকের সাথেই কথাবার্তা চলছে। ইনশাআল্লাহ বাংলাদেশের চলচ্চিত্র এবং নাট্য শিল্পে সম্ভাবনার জোয়ার সৃষ্টি করতে যাচ্ছে ক্রাউন এন্টারটেইনমেন্ট।’

ক্রাউন এন্টারটেইনমেন্ট এর পরিকল্পনা প্রসঙ্গে খ্যাতিমান নাট্য নির্মাতা গোলাম সোহরাব দোদুল, আজাদ কালাম এবং ফরিদুল হাসান বলেন, ‘প্রতিষ্ঠানটির বিভিন্ন নাটক এবং চলচ্চিত্রে নতুন অভিনেতা-অভিনেত্রীদের তুলে ধরার পরিকল্পনাও নেয়া হয়েছে। নতুনদের সুযোগ দেয়ার ব্যাপারে ক্রাউন এর ব্যাপক সদিচ্ছা আছে।’উল্লেখ্য, পনেরো অগাষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় এক ডজন নাটক নির্মাণের প্রক্রিয়া চলছে যেগুলো দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট