আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আসন্ন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। এতে যুক্ত হয়েছেন সংগীত পরিচালক এ আর রাহমান। সংগীত পরিচালনা শুধু নয় সহযোগী প্রযোজক হিসেবেও থাকছেন অস্কার বিজয়ী এ সংগীতজ্ঞ।
এ আর রাহমান পশ্চিমা সংবাদমাধ্যম ভ্যারাইটিকে এ বিষয়ে বলেন, প্রতিনিয়ত সময় নতুন পৃথিবীর জন্ম দেয়, জন্ম হয় নতুন ভাবনার। নতুন পৃথিবীর নতুন চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে নতুন গল্প। এ ছবির গল্পটিও এমন একটি গল্প।
জানা গেছে ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ার এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। এজন্যই ছবিটি নির্মিত হয়েছে ইংরেজিতে। এ ছবিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং মিশেল মেগান। রয়েছেন বাংলাদেশের তাহসান খানও।
ছবিটির দৃশ্যধারণ শেষে সম্পাদনার কাজ এগিয়ে চলছে। শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে। এ ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নওয়াজুদ্দিন সিদ্দিকি, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্বয়ং।