কথা ছিলো গত ১৩ মার্চ প্রেক্ষাগৃহে আসবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাদের চৌধুরীর ‘জ্বীন’। সজল ও পূজা চেরি অভিনীত ছবিটি আলোচনায় শুরু থেকেই। এরই মধ্যে সিদ্ধান্ত বদলে জানানো হয় পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাবে। তার মধ্যে শুরু হয়ে গেলো করোনার প্রকোপ। বন্ধ হয়ে গেল সকল সিনেমা হল। এখনও যা বিদ্যমান। অনিশ্চিত হয়ে পড়েছে ছবিটির মুক্তির তারিখ। এখন শোনা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে ‘জ্বীন’ মুক্তি দেয়ার কথা ভাবছেন নির্মাতা নাদের চৌধুরী।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে নাদের চৌধুরী বলেন, আমাদের পোস্ট প্রোডাকশন শেষের পথে থাকলেও করোনার কারণে তা ডেলিভারি নেয়া হয়নি। তবে এখন আমরা ডেলিভারির জন্য যোগাযোগ করছি এবং মুক্তি দিতে প্রস্তুত আছি। বৈশাখের পর ঈদে মুক্তির কথা চিন্তা করেছিলাম। তা তো পারলাম না সার্বিক পরিস্থিতিতে। কবে হলগুলো খুলবে তার ঠিক নেই। আমরা নেটফ্লিক্সের সাথে কথা বলছি। এখনও কিছু চূড়ান্ত নয়। যদি দেখি এখানে প্রসেসিংয়ে দেরী হচ্ছে তাহলে নেটফ্লিক্সেই ছবিটি মুক্তি দেব।