নাজমুল হুদা তৌকির: প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। হবু বরের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেছেন তিনি। তিন মাস পর জানালেন দু’জনের মধ্যে ৭ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানান ফারিয়া। আংটি বদলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য পরিবার ও বন্ধবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রযোজক আব্দুল আজিজ, অভিনয়শিল্পী মিথিলা, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনসহ সহশিল্পীরা শুভেচ্ছা জানান ফারিয়াকে। এমন পরিস্থিতিতে সবার কৌতুহল, জনপ্রিয় এই নায়িকা কাকে বিয়ে করতে যাচ্ছেন? খোঁজ নিয়ে জানা যায়, যার সঙ্গে গত সাত বছর ধরে প্রেম করছেন, এবং গেল মার্চে বাগদান সম্পন্ন হয়েছে তার নাম রনি রশিদ। তিনি মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। করোনা বিস্তার রোধে ও নিজ পরিবারকে সুরক্ষিত রাখতে ১ এপ্রিল থেকে ময়মনসিংহের একটি গ্রামে নিজেদের ফার্মহাউজে ছিলেন নুসরাত ফারিয়া। জানা যায়, সেখানেও চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি। করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা। বছর কয়েক আগে একটি ক্রুজার বাইক কিনেছিলেন ফারিয়া। তখনই জানান, এটি তার প্রেমিককে উপহার দেবেন। এবার উপহার হয়ে নিজেই তার ঘরেই যাচ্ছেন এই নায়িকা।