বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক পদ পেলেন সংগীত শিল্পী সানাম সুমি

রিফাত রাহুল খাঁন :তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা সানাম সুমি৷ সংগীতভূবনে গানের পাশাপাশি রাজনৈতিক সংগঠন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও নিয়োজিত। রাজনীতিতেও বেশ তুখোড়৷ সম্প্রতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশের শাখা)’র সাংস্কৃতিক সম্পাদক পদে ভূষিত হয়েছেন। এ প্রসঙ্গে সানাম সুমি জানান; গানের পাশাপাশি রাজনৈতিক সংগঠনেও নিজেকে নিয়োজিত রেখেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে নিজেকে গড়ে তুলতে চাই। দেশের অসহায় মানুষের পাশে থাকতে চাই৷ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ভূষিত হওয়াতে বেশ ভালো লাগছে। সংগঠনকে এগিয়ে নিতে ভালো ভালো কাজ করে যেতে চাই। উল্লেখ্য; সানাম সুমি গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং করোনা কালীন দুর্যোগ সময়ে খাবার নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন এবং নৌকার ভোট প্রচারণয় খাগড়াছড়ি ও নিজ জেলা জয়পুরহাটেও ভূমিকা রেখেছেন।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট